বিজেপির সর্বভারতীয় সভাপতির উপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১ডিসেম্বরঃ
ডায়মন্ড হারবারে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের উপর দুষ্কৃতি হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় তুলেছেন বিজেপির কর্মী সমর্থকরা। এই প্রতিবাদের ধেউ আছরে পরেছে শিল্পাঞ্চল দুর্গাপুর সহ সংলগ্ন এলাকাগুলিতেও। গতকাল থেকে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা, যা অব্যাহত রয়েছে আজও। শুক্রবারও দুর্গাপুরে এই বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচীতে সামিল হতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকরা। এদিন তাঁরা নিউটাউনশিপ থানার অন্তর্গত ফুলঝোড় মোড়ের কাছে পথ অবরোধ করেন। এমনকি প্রতিবাদে তাঁরা রাস্তার উপর শুয়েও পড়েন। গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। প্রায় পঁচিশ মিনিট ধরে চলে এই অবরোধ কর্মসূচী, যার জেরে বিধাননগর যাওয়ার গুরুত্বপূর্ন এই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
অপরদিকে, ওই একই ইস্যুতে দু নম্বর জাতীয় সড়কের বক্তারনগর টপলাইন অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। অবরোধ হয় এদিন দুপুরে। প্রায় ১৫ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের ফলে সামরিক যানজট তৈরি হয় জাতীয় সড়কে।