দুর্গাপুরে বাউড়ি সমাজের পথ অবরোধ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ
আমার কথা, দুর্গাপুর, ৫ নভেম্বর:
দুর্গাপুর গভর্মেন্ট কলেজের সামনে বাউরী সমাজের পথ অবরোধকে ঘিরে ধুন্ধুমার কান্ড। অবরোধ সরাতে পুলিশের লাঠিচার্জের অভিযোগ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
প্রসঙ্গত অক্টোবরের ২০ তারিখে বছর সাতের এক শিশু কন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে নিউ টাউনশিপ থানার পাঁড়দই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে প্রসেনজিৎ বাউরী নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতা শিশু কন্যার মায়ের অভিযোগ, ঘটনার পরে অভিযুক্তর হয়ে একাধিক যুবক ২৪ অক্টোবর রাত্রে নির্যাতিতা শিশু কন্যার বাড়িতে চড়াও হয়। মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হয় নির্যাতিতার পরিবারকে বলে অভিযোগ। সেই ঘটনার প্রেক্ষিতে থানায় ফের অভিযোগ দায়ের করে নিযাতিতার পরিবারের লোকজন।
এরপরেই রবিবার বাউরী সমাজের পক্ষ থেকে দুর্গাপুর গভর্মেন্ট কলেজের সামনে পথ অবরোধ করেন বাউড়ি সমাজের বেশ কয়েকজন। তাদের অভিযোগ স্থানীয় নেতা বিশ্বজিৎ বাউরীকে উল্টো শাসানো হয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। তারই প্রতিবাদে এই পথ অবরোধে সামিল হয়েছেন তারা।
এই ঘটনার প্রেক্ষিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(দুর্গাপুর) তথাগত পান্ডে জানান দূর্গাপুরের ব্যস্ততম রাস্তার ওপর পথ অবরোধ করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তিনি জানান মামলার চলাকালীন আইনানুগ ব্যবস্থা না গ্রহণ করে আইন ভেঙ্গে অবরোধকারীরা সাধারণ পথযাত্রীদের অসুবিধা করেছে। তাই পুলিশ আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।