টিকিট না পাওয়ায় পথ অবরোধ বিক্ষুব্ধ তৃণমূল নেতার
আমার কথা, অন্ডাল, ১৫ জুন:
প্রার্থী তালিকা থেকে নাম বাদ দেওয়ায় রাস্তা অবরোধ তৃণমূলের এক টিকিট প্রত্যাশী ও তার সমর্থকদের। বৃহস্পতিবার কাজোরায় ঘট্র ঘটনাটি। আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে দাবি তৃণমূল নেতৃত্বের।
উমেশ কোড়া,কাজোরা সরষেডাঙ্গার বাসিন্দা। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের কর্মী, এলাকাতে ভাবমূর্তি ভালো। আশা করেছিলেন পঞ্চায়েত ভোটের দল তাকে টিকিট দেবে। এলাকার বাসিন্দারাও তাকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন। দলের প্রকাশিত প্রার্থী তালিকায় কাজোরা পঞ্চায়েতের ১৫ নম্বর সংসদে তার নামও ছিল। কিন্তু শেষ মুহূর্তে তার জায়গায় প্রার্থী করা হয় রাজেশ পাসওয়ান নামে অন্য এক ব্যক্তিকে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন উমেশ কোড়ার সমর্থকেরা । উমেশকেই প্রার্থী করতে হবে এই দাবিতে বৃহস্পতিবার সকাল আটটা থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তার সমর্থকরা । অবরোধ করা হয় কাজোরা থেকে খাসকাজোরা যাওয়ার রাস্তার সরষেডাঙ্গা মোড়ে । অবরোধে সমর্থকদের সাথে উপস্থিত ছিলেন উমেশ কোড়া নিজেও ।
হতাশ উমেশবাবু জানান দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এলাকার মানুষ যাকে চাইবে দল তাকে প্রার্থী করবে। এলাকার মানুষ আমাকে প্রার্থী হিসেবে চায়। কিন্তু দল আমার নাম চূড়ান্ত করার পরেও শেষ মুহূর্তে বাদ দিয়ে অন্য একজনকে প্রার্থী করেছে। যাকে প্রার্থী করা হয়েছে সে ১৫ নম্বর সংসদের বাসিন্দাও নয়। অন্যদিকে উমেশ কোড়ার সমর্থকেরা জানান জোর করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হলে তা মানা সম্ভব নয়। সেই কারণেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ বলে জানান তারা।
অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী জানান সবাই প্রার্থী হতে চায়, কিন্তু সবাইকে প্রার্থী করা তো সম্ভব নয়, আলাপ আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।