রোহনের মৃত্যুর নেপথ্যে রয়েছে কোনো মেয়ে, তাকে সামনে আনার দাবিতে জাতীয় সড়ক অবরোধ
আমার কথা, আসানসোল, ২১ ফেব্রুয়ারী:
গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ নিয়ে সঠিক বিচারের দাবিতে ১৯ নং জাতীয় সড়ক অবরোধ করলো মৃত যুবকের পরিবার এবং প্রতিবেশীরা। বুধবার বিকেলে আসানসোল বরাকর জাতীয় সড়কে নিয়ামতপুর মোড় সংলগ্ন পথ অবরোধ করে বিক্ষোভ পরিবারের ও প্রতিবেশীদের।
মঙ্গলবার আসানসোলের কুমারপুরে একটি হোটেল থেকে রোহন প্রসাদ রাম(২১) নামে ওই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছিল। মৃত রোহনের পরিবারের দাবি রোহনকে খুন করা হয়েছে এবং ঘটনার পিছনে এক যুবতী রয়েছে বলে অভিযোগ পরিবারের। সেই যুবতীকে কেন সামনে নিয়ে আসা হচ্ছে না, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না তারই প্রতিবাদে বুধবার রোহনের ময়নাতদন্ত হওয়ার পর দেহ নিয়ে বিক্ষোভে নামে তার পরিবার এবং প্রতিবেশীরা। তাদের দাবি অবিলম্বে ওই যুবতীকে গ্রেফতার করতে হবে এবং তাকে সামনে নিয়ে আসতে হবে। দীর্ঘক্ষণ ধরে চলছে অবরোধ যার ফলে স্তব্ধ হয়ে যায় আসানসোল বরাকর জাতীয় সড়ক।