পানীয় জলের দাবিতে পান্ডবেশ্বরে পথ অবরোধ
আমার কথা, পান্ডবেশ্বর, ৩ জানুয়ারি:
পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন পান্ডবেশ্বরের এ.বি পিট কোলিয়ারী এলাকার বাসিন্দারা।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই এ.বি পিট কোলিয়ারী থেকে কয়লা উত্তোলন বন্ধ করে মাস ৮-৯ আগে থেকে কোলিয়ারীর অদুরে কনটিনিওয়াস মাইনর পদ্ধতিতে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। আর তখন থেকেই এ.বি পিট কোলিয়ারী এলাকার বাসিন্দারা জল সংকটে ভুগতে শুরু করেছেন। ওই এলাকার বাসিন্দা প্রবীন মন্ডল, নার্গিস বিবি, দময়ন্তী দেবীদের অভিযোগ, এ.বি পিট কোলিয়ারী বন্ধ তাই এলাকার প্রতি কোনো নজরদারী নেই ইসিএলের। দিনে একবার জল পান তারা তাও খুবই সামান্য। তাও আবার পানের যোগ্য নয়। আর এই দূষিত জল পান করে নানা অসুখ বিসুখ হচ্ছে তাদের। এই কারনেই বুধবার সকাল ১০টা থেকে জলের দাবিতে তারা পথ অবরোধ করে। পান্ডবেশ্বর থেকে উখরা কুমারডিহি রাস্তায় ইসিএলের পরিবহণ গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কোলিয়ারীর ম্যানেজার নরেন্দ্র পারিহাল ও সিভিল ইঞ্জিনিয়ার বিজয় ঘোষ। সমস্যা সমাধানের আশ্বাস মেলার পর বিক্ষোভ বন্ধ হয়। অবরোধ উঠে যায়। প্রসঙ্গত: ওই কোলিয়ারী এলাকায় প্রায় ৮০০ লোকের বাস।