জলের দাবিতে উখড়ায় মহিলাদের পথ অবরোধ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৮মার্চঃ
কলে পড়ছে না জল। অবিলম্বে জল সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল মহিলারা। বৃহস্পতিবার অবরোধ হয় উখরার শংকরপুর মোড়ে।
জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় উখড়া সারদাপল্লীর বাসিন্দাদের একাংশ। অবরোধকারীদের মধ্যে বেশিরভাগই ছিল মহিলারা। এলাকায় কল থাকলেও সেই কলে জল পড়ে না বলে অভিযোগ তাদের। বেলা ১১টা নাগাদ জলের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে অবরোধ শুরু করে মহিলারা। কিছুক্ষণের মধ্যেই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উখরা ফাঁড়ির পুলিশ। পুলিশের মধ্যস্থতায় মিনিট কুড়ি পর উঠে যায় অবরোধ।
অবরোধকারিদের পক্ষে অঙ্কিতা শর্মা জানান এলাকায় বেশ কয়েকটি কলে দীর্ঘদিন ধরে জল পড়ছে না। ফলে সমস্যায় পড়েছেন তারা। যদিও অবরোধকারীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শরন সাইগল। তিনি বলেন বছরখানেক আগে তিন চারটি নতুন কল লাগানো হয়েছে। জলের প্রেসার না থাকায় সেই কল গুলিকে অনিয়মিত ভাবে জল পড়ে। কিন্তু বাকি সবকটা কলে প্রতিদিন পর্যাপ্ত জল আসে। শুধু সারদাপল্লীর বাসিন্দারা নন, আশপাশের এলাকা থেকেও প্রচুর মানুষ সেই কল গুলিতে প্রতিদিন জল নিয়ে যায়। তাই জল পড়ে না এই অভিযোগ সম্পূর্ণ অসত্য ও মিথ্যা। কয়েকজন মহিলার আজকের রাস্তা অবরোধ এর পেছনে বিজেপির হাত আছে বলে অভিযোগ করেন শরণ বাবু। অভিযোগ প্রসঙ্গে বিজেপির কোন নেতার প্রতিক্রিয়া পাওয়া যায় নি।