সিটিসেন্টারে চওড়া হচ্ছে রাস্তা, পরিবেশ বাঁচাতে কাটা গাছের প্রতিস্থাপন এডিডিএয়ের
আমার কথা, দুর্গাপুর, ২৯ ডিসেম্বর:
দুর্গাপুর শহরে দিন দিন বাড়ছে জনসংখ্যা। পাশাপাশি নানা কাজে প্রতিদিন শহর সংলগ্ন এলাকা থেকে প্রাণকেন্দ্র সিটিসেন্টারে বহু মানুষের আনাগোনা লেগেই থাকে। ফলে এই সিটিসেন্টার এলাকায় বাড়ছে যানবাহনের চাপও। সেই কারনে এই এলাকায় রাস্তা চওড়ার কাজ শুরু হয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের উদ্যোগে। প্রথম দফায় ডিভিসি মোড় থেকে ভগৎ সিং ক্রীড়াঙ্গন পর্যন্ত্য রাস্তা চওড়ার কাজ শেষ হয়েছে। এবার দ্বিতীয় দফায় গান্ধী মোড় থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা চওড়ার কাজ শুরু হয়েছে। এদিকে এই রাস্তার কাজ করতে গিয়ে কাটা পড়েছে বেশ কিছু গাছ।
এডিডিএ এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন ঘোষ জানান, রাস্তা নির্মানের জন্য বনদপ্তর থেকে মোট ৭৬টি গাছ কাটার অনুমতি মিলেছে। তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য কিছু গাছ প্রতিস্থাপনের প্রয়োজন রয়েছে। তাই প্রথম পদক্ষেপে ইতিমধ্যেই কিছু গাছ প্রতিস্থাপন করা হয়েছে, যার মধ্যে অধিকাংশ গাছই বেঁচে আছে বলে দাবি করেন সুমনবাবু। এছাড়াও রবিবার আরো কিছু গাছ সিটিসেন্টারে অবস্থিত ডিয়ার পার্ক সংলগ্ন বনাঞ্চলে আধিকারিকদের উপস্থিতিতে প্রতিস্থাপন করা হল।