পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ডাকাতি, ধৃত দুর্গাপুরের দুই দুষ্কৃতি
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২সেপ্টেম্বরঃ
পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির পরিকল্পনা। মঙ্গলবার রাতে ফরিদপুর(লাউদোহা) থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে গোগলা এলাকায় কালীমন্দিরের সামনে থেকে দুজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। আজ আদালতে পেশ করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে গোগলা এলাকায় বেশ কয়েকজন অপরিচিত ব্যাক্তি জড়ো হয়, যাদের আচরণ ছিল সন্দেহজনক। পুলিশ গোপন সুত্রে তা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্রই তাঁরা জায়গা ছেড়ে পালানোর চেষ্টা করে। বাকিরা পালাতে সক্ষম হলেও দুজন পুলিশের হাতে ধরা পড়ে যায়। জানা গেছে, ধৃত দুই দুষ্কৃতিদের মধ্যে একজন দেবেন্দ্র তিওয়ারী দুর্গাপুরের করঙ্গপাড়ার ও অপরজন রমেশ চৌধুরী ওয়ারিয়ার বাসিন্দা।
ধৃতদের কাছ থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র ছাড়াও লোহার তার বা সামগ্রী কাটার সরঞ্জাম উদ্ধার করেছে। ধৃতদের পুলিশী হেফাজতের আবেদন করে দুর্গাপুর আদালতে তোলা হয়।