জামুড়িয়ায় গ্রাহক পরিষেবা কেন্দ্রে ডাকাতি
আমার কথা, পশ্চিম বর্ধমান(জামুড়িয়া), ৩১মেঃ
জামুড়িয়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ৪০ হাজারেরও বেশি টাকা লুটের অভিযোগ। স্থানীয়রা জানান তিন জনের একটি দুষ্কৃতী দলকে স্থানীয়রা ঘিরে ফেললে তারা বোমা ছোঁড়ে বলেও অভিযোগ। রাতে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জামুড়িয়া জুড়ে। রাতে জামুড়িয়া বাজারের দামোদরপুর একটি গ্রাহকসেবা কেন্দ্রে তিনজন সশস্ত্র দুষ্কৃতীর দল লুটের উদ্দেশ্যে হানা দেয়। প্রায় ৪০ হাজার টাকার বেশি নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ গ্রাহকসেবা কেন্দ্রে কর্মীদের। ঘটনাস্থলে আসেন জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং। আসে জামুড়িয়া থানার পুলিশ।
বিধায়ক হরে রাম সিং জানান জামুড়িয়ায় প্রথমবার এই ধরনের ঘটনা ঘটলো। পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।