দিনে দুপুরে বেঙ্গল অম্বুজাতে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, জখম চিকিৎসকের স্ত্রী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭জুলাইঃ
দিনে দুপুরে দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের সন্নিহিত বেঙ্গল অম্বুজায় এক চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। ডাকাতিতে বাধা দিতে গিয়ে আহত হলেন চিকিৎসকের স্ত্রী। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ।
দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক শরৎচন্দ্র কর্মকার সস্ত্রীক এমএনভি ৩৩ নম্বর বেঙ্গল অম্বুজাতে বসবাস করেন। তিনি জানান আজ অর্থাৎ সোমবার আনুমানিক দুপুর তিনটে নাগাদ তার বাড়িতে কেউ কলিং বেল বাজায়। তিনি দরজা খুললে জনা তিনেক ব্যাক্তি আচমকাই তাঁকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে জাপটে ধরে। তা দেখে শরৎচন্দ্রবাবুর স্ত্রী বুঝে যান যে তাদের বাড়িতে দুষ্কৃত্রা হানা দিয়েছে। তিনি তাদের বাধা দিতে গেলে ওই তিনজন দুষ্কৃতি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। শরৎচন্দ্রবাবুর স্ত্রীর মাথায় ও গলায় আঘাত লাগে। এরপর ওই দুষ্কৃতিরা রীতিমতো তান্ডব চালায় ওই চিকিৎসকের বাড়িতে। এরপর তাঁরা চিকিৎসকের ঘরে লুটপাট চালিয়ে চম্পট দেয়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। ওই দম্পতি জানিয়েছেন দুষ্কৃতিরা এক ভরি সোনার গয়না ও নগদ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে গেছে।