দুর্গাপুরে রেশনে মিলল পচা চাল, ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৪ডিসেম্বরঃ
রেশন দোকানে দেওয়া হচ্ছিল নিম্ন মানের চাল আর তা নিয়ে অস্বীকার করে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ১৯নং ওয়ার্ডের কমলপুর প্লট এলাকায়।
অভিযোগ ওই এলাকার ৫নং রেশন দোকানে এমনিতে প্রতিবারই সরকারী চাল ভাওই দেয় কিন্তু আজ শুক্রবার যে চাল দেওয়া হচ্ছিল তা পোকা ধরা পচা চাল যা খাওয়ার অযোগ্য। আর তা নিতে গ্রাহকরা অস্বীকার করলে রেশন দিলার বলেন “যা এসেছে তাই নিতে হবে।” আর এতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। তবে তারপরে অবস্থার প্রেক্ষিতে পরে রেশন ডিলার বলেন সরকারী সিল লাগানো বস্তার ভেতর কি ধরনের চাল রয়েছে তা আগে থেকে বোঝা সম্ভব নয়। সরকারী খাদ্য দপ্তর থেকে যেমন দিয়েছে তেমনই নিতে হয়েছে, আর সেই চালই তিনি সবাইকে দিচ্ছেন।
কিন্তু ক্ষুব্ধ গ্রাহকদের বক্তব্য যে, চালের বস্তা নেওয়ার সময় তা অনায়াসে পরীক্ষা করে নেওয়া যায়। কিন্তু তিনি না করে উল্টে তাদের সেই পচা চালই নিতে বলা হচ্ছে। পরে গ্রাহকরা ভাল চালের দাবি জানাতে থাকেন।