ভোটারদের মনোবল বাড়াতে দুর্গাপুরে রুটমার্চ পুলিশ আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩মার্চঃ
“ভোট দিতে যেতে কোন অসুবিধা নেই তো, অসুবিধা থাকলে আমাদের বলুন”- দুর্গাপুরের লিলুয়া বাঁধ, ডি-মাঠ সহ বেশকিছু এলাকায় রুটমার্চ করার সময় ওই এলাকার মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য আশ্বাস দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশের আধিকারিকরা।
বুটের আওয়াজ জানান দিচ্ছে ভোট এসেছে, গ্রামের পর গ্রাম, এলাকার পর এলাকা প্রখর রোদ উপেক্ষা করে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও পুলিশ কর্মীরা। এলাকার মানুষের ভোট দিতে যাওয়ার জন্য কোন সমস্যা আছে কিনা এবং এলাকায় কেউ ভোটারদের প্রভাবিত করছে কিনা এইসব বিষয়গুলি খতিয়ে দেখেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা। ভোটারদের মনোবল বাড়াতে বুধবার লিলুয়া বাঁধ, ডি-মাঠ সহ বেশকিছু এলাকায় রুটমার্চ করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, এসিপি(কাঁকসা) অকসত গর্গ, কোকওভেন থানা ভারপ্রাপ্ত আধিকারিক সহ কেন্দ্রীয় বাহনীর জওয়ানরা।