বাংলা-ঝাড়খন্ড সীমান্তে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১ এপ্রিলঃ
আসানসোল লোকসভা উপনির্বাচনে সুষ্ঠ শান্তিতে সম্পন্ন করতে বর্ডার এলাকায় রুটমার্চ!
আসানসোল লোকসভা উপনির্বাচনের দিন ধার্য হয়েছে ১২ এপ্রিল আর এই নির্বাচন প্রকিয়াকে সুষ্ঠ ও শান্তিতে সম্পন্ন করার লক্ষ্যে পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত ডুবুডি বর্ডার চেকপোষ্টে করা হলো রুটমার্চ! কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক ও চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ এই রুটমার্চে উপস্থিত ছিলেন। একই সাথে ডুবুডি বর্ডার চেকপোস্ট লাগোয়া গ্রামগুলোতেও রুটমার্চ করা হয়!এদিন পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত ডুবুডি বর্ডার চেকপোষ্টে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে নিয়ে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ রুটমার্চ করলেন এবং মানুষের সাথে কথা বলেন!