দোলের রঙে রং বদল, বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ আরএসপি নেতার

আমার কথা, পান্ডবেশ্বর, ১৪ মার্চঃ
দোলের উৎসব রঙের উৎসব আর এই রগের উৎসবেই রং বদলে ফেললেন আরএসপির ৫০ জন কর্মী সমর্থক। যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
পান্ডবেশ্বরের জামবাদ কোলিয়ারী এলাকায় হোলির মিলন উৎসব চলছিল। সেখানে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেই অনুষ্ঠানে আবার উপস্থিত ছিলেন আরএসপি নেতা দীনেশ যাদবও। সেই অনুষ্ঠানেই মিলন সমারোহের মঞ্চে দীনেশ যাদব সহ ৫০ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন খোদ বিধায়ক।
নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভানে তেমনই আমরা রাজনৈতিক লোকজনও সেরকমই। আজ এই দোলের দিনে দীনেশজির সাথে দেখা হল। আমি বললাম তোমরা বাইরে কেন? দীনেশজি বলল আমরা তো আছিই দাদা। আমি বললাম তাহলে দেরী কেন, আ গলে লাগ যা। আজ এই হোলির দিনেই তোমাদের পতাকা ধরাই। তাই আজ দীনেশজি সহ ৫০ জন তৃণমূলে যোগ দিলেন”