বিশ্বনাথ পাড়িয়ালকে নিয়ে ছড়ালো বিভ্রান্তি, কি বললেন তিনি?
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৯ডিসেম্বরঃ
অমিত শাহের সভায় উপস্থিত থেকে বিজেপিতে যোগ দিয়েছেন এই রাজ্যের বেশ কয়েকজন বিধায়ক আর তাদের মধ্যে দেখা গেছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল। একটি বৈদ্যুতিন মাধ্যমে এই খবর সম্প্রচারের পরেই বেশ শোরগোল পড়ে যায় শিল্পাঞ্চল দুর্গাপুরে। অথচ যে সময় এই খবর দেখানো হচ্ছিল সেই সময় বিধায়ক দুর্গাপুরে “বঙ্গধ্বনি” যাত্রায় অংশ নিচ্ছিলেন বলে জানান খোদ বিশ্বনাথ পাড়িয়াল।
বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলেন, তাঁর একটা ফেসভ্যালু আছে আর কেউ কেউ তাঁর ইমেজকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র করছে। তবে কারা এই ষড়যন্ত্র করছে তা তিনি বলতে পারেননি, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন “আমি যেখানে ছিলাম সেখানেই আছি, আর থাকবও।”
তিনি আরো বলেন যে শুক্তবার রাতেই দলের উচ্চ নেতৃত্বের সাথে বৈঠক হয়েছে তাঁর। তিনি অভিষেক বন্দোপধ্যায় ও প্রশান্ত কিশোরের সাথে কথা বলেছেন। বর্তমানে তাঁর কাজের ক্ষেত্রে যা যা সমস্যা হছে সেই সমস্ত অসুবিধার কথা তিনি তাঁদেরকে জানিয়েছেন। তাঁরা বিশ্বনাথবাবকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যেন মন দিয়ে নিজের কাজ করে যান, আর কাজের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা তাঁরা দেখবেন। বিশ্বনাথ পাড়িয়াল বলেন তাঁর বিজেপিতে যোগদানের বিষয়টি চারিদিকে চাউড় করে দিয়ে তাঁর বিরুদ্ধে নোংরা চক্রান্ত করা হচ্ছে। তবে এতে তাঁকে দমানো যাবে না।