জেলা পরিষদের সভাধিপতি ফের বিশ্বনাথ বাউড়ি
admin
August 16, 2023
আমার কথা, আসানসোল, ১৬ আগস্ট:
পশ্চিম বর্ধমান জেলা পরিষদের তৃতীয় পরিচালন সমিতির নব নির্বাচন সদস্য ও সদস্যাদের আজ হয়ে গেলো শপথ গ্রহণ অনুষ্ঠান। এই দিন ১৮ জন জেলা পরিষদের সদস্য পদে শপথ গ্রহণ করে। সভাধিপতি হয়েছে বিশ্বনাথ বাউড়ি। সহকারী সভাধিপতি হলেন বিষ্ণুদেব নুনিয়া। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক এস অরুন প্রসাদ, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং। এদিন ১৮জন সদস্যের মধ্যে একজন অনুপস্থিত ছিলেন ১৭ জন সদস্য শপথ নেন।