পান্ডেবেশ্বরে পার্কের ঘরে তৈরী হতে চলেছে ‘সেফ-হোম’, থাকবে অক্সিজেনের ব্যবস্থাও
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১২মেঃ
মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের থাকার জন্য পার্কে তৈরি হবে ‘সেফ-হোম’। পান্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি-র ”ডিহি পার্ক “এ সেফ-হোম তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পার্কটির পরিচালন সমিতির সভাপতি অনুপ ভট্টাচার্য।
তিনি জানান পার্কের ভিতর একটি ঘর রয়েছে সেটি সেফ-হোমের জন্য তৈরি করা হবে। থাকবে দুটি বেড,অক্সিজেন সিলিন্ডার। রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য সর্বক্ষণের জন্য থাকবেন একজন চিকিৎসকও। বেড খালি না থাকায় সংক্রমিত অনেক রোগী হাসপাতালে জায়গা পাচ্ছে না। সঠিক সময়ে চিকিৎসা ও অক্সিজেনের অভাবে মারা ও যাচ্ছেন অনেকেই। বিনা চিকিৎসায় কারো যাতে মৃত্যু না হয় সে কথা ভেবেই পার্কের পক্ষ থেকে তাঁরা সেফ-হোম তৈরী করার উদ্যোগ নিয়েছেন বলে জানান অনুপ বাবু। স্থানীয় বাসিন্দারাই এই সেফ-হোমে থাকা ও চিকিৎকসার সুযোগ পাবেন বলে জানান তিনি।