আসানসোলে শত্রুঘ্ন সিনহার প্রচারে “পুষ্পা” স্টাইলে সায়নী ঘোষ
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৮ এপ্রিলঃ
আসানসোলে লোকসভা উপ নির্বাচনকে ঘিরে জোরকদমে প্রচার চালাচ্ছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে দলের উচ্চ নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা।
সকাল থেকে রাত পর্যন্ত গ্রামে গঞ্জে প্রচার চলছে পুরো দমে। সেই মতো শুক্রবার সকালে কুলটি বিধানসভার মিঠানী গ্রামের সংহতি মঞ্চে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দোগে করা হলো এক নির্বাচনী কর্মিসভা। দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে এই কর্মিসভায় মূখ্যরূপে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সঙ্গে উপস্থিত ছিলেন। এদিন তিনি শত্রুঘ্ন সিনহার সমর্থণে বলেন যে মুখ্যমন্ত্রী আসানসোলের মানুষদের কথা ভেবে সঠিক মানুষকেই এখানে পাঠিয়েছেন। কারন শত্রুঘ্ন সিনহা একসময় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। তাই তিনিই পারবেন আসানসোলের মানুষদের জন্য সঠিক জায়গা থেকে সঠিক কাজ বের করে আনতে। এদিন তিনি “পুস্পা’ সিনেমার স্টাইলে বলেন মমতা ব্যানার্জী অন্যায়ের সাথে আপোস করেননি কখনও। তাই তিনি ” ঝুঁকেগা নেহি”।
এদিনের কর্মীসভায় সায়নী ঘোষ ছাড়াও চেয়ারম্যান উজ্বল চট্টোপাধ্যায় , ব্লক সভাপতি বিমান আচার্য্য সহ অনেকে।