কাঁকসায় সক্রিয় বালি মাফিয়া? অভিনব কায়দায় চুরি করে চলছে পাচার
আমার কথা, কাঁকসা, ৬ নভেম্বর:
গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদারের হুঁশিয়ারীর পরেও যে জেলা পশ্চিম বর্ধমানে বালি মাফিয়ারা বেশ সক্রিয় তা আবারও প্রমানিত। তবে এবার এক অভিনব কায়দায় বালি পাচারের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। পুকুর সংস্কারের নামে সেখান থেকে বালি তুলে পাচার করতে দেখা গেল।
প্রসঙ্গত: বেশ কিছুদিন ধরে কাঁকসার বসুধা এলাকায় চাষের জমির পাশ থেকে বেআইনিভাবে মাটি কেটে তার নিচ থেকে বালি তুলে পাচারের অভিযোগ উঠলো শুভেন্দু মন্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ উঠছে ট্রাক্টরে করে ওই পুকুর থেকে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে এক জায়গায়। সেখানে তা মজুত করে সেখান থেকে বড় লরিতে করে পাচার করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়।
এই বিষয়ে স্থানীয় মানুষ ও বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ।
অবশেষে সোমবার সকালে এলাকার বিজেপি কর্মীরা একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখায়।
স্থানীয়দের অভিযোগ শুভেন্দু মন্ডল নামের ওই ব্যক্তি একটি জেসিবি দিয়ে মাটি কেটে তার নিচ থেকে বালি তুলে তা বেআইনিভাবে পাচার করে যাচ্ছে।
প্রশাসনের কাছে এই বিষয়ে জানিয়েও কোনো সুরাহা মিলছে না বলেও জানান তারা। শেষে বাধ্য হয়ে আজ অর্থাৎ সোমবার তারা একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ রাজ্য সরকার যে সমস্ত ঢালাই রাস্তা নির্মান করেছে গ্রামে,
সেই ঢালাই রাস্তার উপর দিয়ে বেআইনিভাবে বালি পাচারের কাজে ব্যবহৃত জেসিবি গাড়ি, অনর্গল বালি বোঝাই ট্রাক্টর চলাচলের ফলে নষ্ট হচ্ছে রাস্তা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
যদিও ঘটনার খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতেই ক্যামেরা দেখে ট্রাক্টর নিয়ে চম্পট দেয় ট্রাক্টরের চালক।
এদিকে এই বিষয়ে কাঁকসা ব্লকের তৃণমূলের সভাপতি তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য জানিয়েছেন যদি কোথাও বেআইনি কাজ হয় প্রশাসন এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি বনকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাবাসুম খাতুন বলেন, এটি বিজেপির দুই গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্ব। ভাগ বাটোয়ারা নিয়েই মূলত ঝামেলা লেগেছে। তিনি আরো বলেন যে প্রশাসনকে বিষয়টি জানানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।