রাত পেরোলেই সংকান্তি, দোকান বিহীন জয়দেব মেলায় এবার শুধু মকরস্নান
আমার কথা, পশ্চিম বর্ধমান, বীরভূম, ১৩জানুয়ারীঃ
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বীরভূমের জয়দেব কেন্দুলি এবং কাঁকসার শিবপুরে শুরু হতে চলেছে জয়দেবের মেলা। করোনা পরিস্থিতির জন্য জয়দেবের মেলায় এবার বসবে না কোন দোকান। অতিরিক্ত পুলিশের নজরদারি থাকবে জয়দেবের মেলায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিসিটিভি ক্যামেরায় থাকবে বিশেষ নজরদারি। চলছে অজয় নদীর ঘাট বাঁধানোর কাজ।মঙ্গলবার দুপুরের পর থেকে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে অজয়ের অস্থায়ী ব্রিজে। সোমবার সকাল থেকে তীব্র যানজট দেখা দেয়, চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে আমজনতাকে। আ বৃহস্পতিবার সকালে মকর স্নান করার জন্য কত মানুষের সমাগম হবে তা এখনো অজানা এমনটাই বিদবিহার গ্রাম পঞ্চায়েত থেকে জানানো হয়েছে।
এদিকে আজ বুধবার কাঁকসার শিবপুরের জয়দেবের মেলা পরিদর্শন করলেন তৃণমূল নেতা উত্তম মুখার্জি। এবছর মেলা হলেও কোনো দোকান বসছে না এমনটাই জানালেন তিনি। মকর সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছর জয়দেব কেন্দুলির মেলায় পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যের মানুষ মকর স্নান করার জন্য আসেন। এ বছরও আগের দিন থেকে মানুষজন আসছেন। সব দিক থেকে তৎপর পশ্চিম বর্ধমান এবং বীরভূম প্রশাসন। বহু পুলিশ মোতায়েন করা হয়েছে জয়দেবের মেলাতে। একাধিক ওয়াচ টাওয়ার করা হয়েছে। জয়দেব মেলায় সব রকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বীরভূম জেলা প্রশাসন এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।