করোনা আবহে বড়দিনের প্রাক্কালে জাতীয় সড়কে সান্তাক্লজ

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫ডিসেম্বরঃ
করোনা সচেতনতায় সাথে অতি ঠান্ডায় রাতে গাড়ি চালানোর ক্লান্তি থেকে কিছুটা রেহাই দিতে এবার চালকদের জন্য মানবিকতার পরিচয় দিল পুলিশ প্রশাসম। বড়দিনের প্রাক্কালে রাতের বেলায় খোদ সান্তাক্লজকে দেখা গেল জাতীয় সড়কে গাড়ির চালকদের ঠান্ডার হাত থেকে কিছুটা রেহাই দিতে গরম গরম চা খাওয়াতে। অবশ্য এই সান্তাক্লজ এটাও ভোলেনি যে বর্তমান সময় করোনার অরিমারীর মধ্যে দিয়ে চলেছে। তাই যে সমস্ত গাড়ির চালকরা মাস্ক বিহীন যাত্রা করছিলেন তাদের গাড়ি দাঁড় করিয়ে চা পান করানোর পাশাপাশি তাদের মুখে মাস্কও পড়িয়ে দেন। তবে এই সান্তাক্লজ কিন্তু রূপকথার দেশ থেকে আসেননি। এই সান্তাক্লজ খোদ একজন পুলিশকর্মী। অর্থাৎ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গতকাঁকসা ট্রাফিক পুলিশের তরফে বড়দিনের ঠিক আগের রাতে এই অভিনব পদক্ষেপ নিতে দেখা গেল।