কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না সরস্বতী পুজো, প্রতিবাদ

আমার কথা, আসানসোল, ২৫ জানুয়ারীঃ
আসানসোলে কাল্লা মোড়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে না। মঙ্গলবার এর প্রতিবাদে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। এদিন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা বলেন রাজ্যের অনান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিষয়ে এত খরচ করা হছে অথচ সরস্বতী পুজো করা হচ্ছে। তাদের দাবি অবিলম্বে এই বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করা হোক। এই দাবিতে এই বিক্ষোভ দেখানো হয়েছে। যদিও এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।