আসানসোলের ভূমিপুত্রকে হারিয়ে জয়ী হলেন বিহারীবাবু
আমার কথা, আসানসোল, ৪ জুনঃ
আসানসোল লোকসভা কেন্দ্রে পরাজিত হলেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া। ৬৩ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হলেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। জয়ের পর দলীয় কর্মী-সমর্থক ও ভোটারদের অভিনন্দন জানান বিহারী বাবু।
২০১৪ ও ২০১৯ সালে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ২০২২ সালে বাবুল সুপ্রিয় সাংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগদান করলে আসানসোল কেন্দ্রে উপনির্বাচন হয়। সেই নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে ৩ লাখের বেশি ভোটে পরাজিত করে সাংসদ হন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। এবার লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই এই কেন্দ্রে দলীয় প্রার্থী হিসেবে বিহারী বাবুর নাম ঘোষণা করে দেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায। অন্যদিকে এই কেন্দ্রে ভোজপুরি গায়ক নায়ক পবন সিং কে প্রার্থী করে বিজেপি । কিন্তু পরের দিনই পবন সিং প্রার্থী না হওয়ার কথা ঘোষণা করেন। এরপর জল্পনা তৈরি হয় পদ্মফুল প্রতীকে কে প্রার্থী হবে আসানসোল কেন্দ্রে। আলোচনায় উঠে আসে অগ্নিমিত্রা পাল, জিতেন্দ্র তেওয়ারির নাম। কিন্তু শেষ মুহূর্তে বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করে পাঠায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ সুরেন্দ্র সিংহ আলুওলিয়াকে। প্রচারের প্রথম দিন থেকে আলুওয়ালিয়া নিজেকে ভূমিপুত্র বলে প্রচার শুরু করেন। শত্রুঘ্ন সিনহার চেয়ে শারীরিকভাবে তিনি যে ফিট সেই কথাটাও প্রচারে তুলে ধরেন আলুওয়ালিয়া। আসানসোল কেন্দ্রে ভোট হয় নির্বিঘ্নে। ভোটের পরেই আভাস পাওয়া যায় এই কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বলে। সেই সাথে ছড়ায় জল্পনা শত্রুঘ্ন সিনহা জিতবেন নাকি সাংসদ হিসাবে জয়ের হ্যাটট্রিক করবেন আলুওয়ালিয়া।
মঙ্গলবার পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে থাকেন বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া। কিন্তু এরপর গণনা যত এগিয়েছে ততই শত্রুঘ্ন সিনহার চেয়ে পিছিয়ে পড়েছিলেন তিনি। ব্যবধান যখন ৫০ হাজারেরও বেশি হয় সে সময় পরাজয় নিশ্চিত ভেবে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান আলুওয়ালিয়া। ৬৩ হাজার এর কিছু বেশি ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করে জয়ী হোন শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহা বারাবনি, পাণ্ডবেশ্বর, আসানসোল উত্তর, জামুরিয়া ও রানীগঞ্জ বিধানসভা থেকে লিড পান। উল্টোদিকে কুলটি ও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীর চেয়ে বেশি ভোট পান বিজেপি প্রার্থী। গণনা শেষের কিছুক্ষণ আগে সস্ত্রীক গণনা কেন্দ্রে আসেন শত্রুঘ্ন বাবু। জয় ঘোষণার পর বিহারীবাবুকে নিয়ে উল্লাসে ফেটে পড়েন তৃণমূল নেতা, কর্মী সমর্থকরা। জয়ী শত্রুঘ্ন সিনহা দলের নেতা কর্মী সমর্থকদের পাশাপাশি আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটারদের অভিনন্দন জানা। জয়ের পর গোটা আসানসোল জুড়ে উল্লাস দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে চলে মিষ্টিমুখ ও আবির খেলার পাল।
জয়ের শেষে শিত্রুঘ্ন সিনহা বলেন” বিজেপি থেকে যেভাবে ভোট কেনার জন্য টাকা ছড়িয়েছিল সেখান থেকে আমাদের এই জয় মানুষের আশীর্বাদে হয়েছে। এবার আমার লক্ষ্য এখানে যা যা সমস্যা আছে সেগুলোকে নিয়ে কাজ করা।”