সুরিন্দর সিং আহলুওয়ালিকে পিছনে ফেলে এগিয়ে গেলেন শত্রুঘ্ন
অষ্টাদশ লোকসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে সারা দেশ জুড়ে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে এই গণনা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কেন্দ্রেও নিশ্ছিদ্র ঘেরাটোপের মধ্যে দিয়ে চলছে গণনার কাজ। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে চলছে গণনা।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে চলছে এই কেন্দ্রের গণনা। এতক্ষণ এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। কিন্তু বেলা ১০টা৪৫ নাগাদ চিত্রটি পালটে যায়।
২২ নং টেবিলের হিসেবে
বিজেপি 192833
টিএমসি 214965
সিপিএম 34276
অর্থাৎ তৃণমুল প্রার্থী শত্রুঘ্ন সিনহা রয়েছেন এগিয়ে 22132 ভোটে
অন্যদিকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের গণনার কাজ চলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউটিআই ভবনে।
চতুর্থ রাউন্ড গণনার শেষে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ 37775 ভোটে এগিয়ে
তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের প্রাপ্ত ভোট 202250
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রাপ্ত ভোট 164475
সিপিএমের প্রার্থী সুকৃতি ঘোষালের প্রাপ্ত ভোট 35793