আসানসোলে লড়াই দুই বহিরাগতের মধ্যে, বিহারীবাবুর বিরুদ্ধে বিজেপি প্রার্থী ভোজপুরী অভিনেতা
admin
March 2, 2024
- আমার কথা, আসানসোল, ২ মার্চঃ
ভোটের নির্ঘন্ট না বেরোলেও আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ওই কেন্দ্রে প্রার্থী হিসেবে বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহাকেই রেখেছে দল। এবার সেই তারকা সাংসদ বিহারীবাবুর বিরুদ্ধে আরেক বিহারী অভিনেতাকে দাঁড় করালো শাসকদলের রাজ্যের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী বিজেপি।
শনিবার মোট ১৯৫ জনের নাম প্রকাশ করল বিজেপি। এর মধ্যে পশ্চিমবঙ্গের ২০টি আসন রয়েছে। যার মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা, সুকান্ত মজুমদার, রানাঘাটে জগন্নাথ সরকার, বনগাঁয় শান্তনু ঠাকুর, কাঁথিতে সৌমেন্দু অধিকারী, হাওড়ায় রথীন চক্রবর্তী, লকেট চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়, বাঁকুড়ায় সুভাষ সরকার, সৌমিত্র খান প্রার্থী হচ্ছেন। এনারা সকলেই বিদায়ী সাংসদ হলেও আসানসোলের এই ভোজপুরী অভিনেতা পবন সিং রাজ্যে নবাগত।
পবনের বয়স বেশি না। মাত্র ৩৮। ভোজপুরী সুপারস্টার হলেও তিনিও বিহারী। বিহারের আরা জেলায় তাঁর জন্ম। এখনও পর্যন্ত একশোরও বেশি ভোজপুরী সিনেমায় তিনি অভিনয় করেছেন।
রাজনীতিতে অবশ্য পবনের হাতেখড়ি হয়ে গেছে অনেক আগেই। ২০১৪ সালে। সেই সময় বিহারের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন ভূপেন্দ্র যাদব। দশ বছর বিজেপির সঙ্গে জুড়ে থাকার পর অবশেষে টিকিট পেলেন পবন
দুবছর আগে আসানসোলে উপনির্বাচন হয়। সেখানে তৃণমূলের পক্ষ থেকে অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে আসানসোল লোকসভা আসনে দাঁড় করিয়ে বড় জয়লাভ করে ঘাসফুল শিবির। শত্রঘ্ন বিজেপির অগ্নিমিত্রা পালকে পরাজিত করেন প্রায় ৩ লক্ষ ভোটে। অথচ, ২০১৪ সাল থেকে পর পর দু’দফায় আসনটি জিতেছিলেন বিজেপি-র হয়ে তৎকালীন সময়ে দাঁড়ানো বাবুল সুপ্রিয়ো। তবে উপনির্বাচনে আসনটি বিজেপি ধরে রাখতে পারেনি। শত্রুঘ্ন সিনহা তৃণমূলের হয়ে আসন ছিনিয়ে নেন। তাই এই আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিজেপি।