দুর্গাপুরের মর্ডান হাই স্কুলের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে মাধ্যমিক পরীক্ষার্থী সহ অভিভাবকরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮জানুয়ারীঃ
ফের স্কুল কর্তৃপক্ষের অমানবিকতার শিকার হতে চলেছে কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী। দুর্গাপুরের মর্ডান হাই স্কুলের বিরুদ্ধে অভিযোগ আনছেন অভিভাবক ও পড়ুয়াদের একাংশ যে তাদের বলা হয়েছে বকেয়া ফি জমা না দিলে তাদের মাধ্যমিকের ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে না। তবে যদি তাঁরা পনেরো দিনের মধ্যে বকেয়া ফি জমা দিয়ে দেবে এই মর্মে লিক্ষিত দেয় তাহলেই তাদের রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে।
এদিকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তুলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলে শুক্রবার স্কুলের গেটের সামনে ধর্ণায় বসে ওই স্কুলেরই কয়েকজন মাধ্যমিকের পরীক্ষার্থী সহ তাদের অভিভাবকরা। বন্ধ করে দেওয়া হয় ক্যাশ কাউন্টার। খবর পেয়ে ছুটে আসে নিউটাউনশিপ থানার পুলিশ।
তাদের বোঝানো হলেও শুনতে নারাজ অভিভাবকদের অভিযোগ যে, হাইকোর্টের বিচারাধীন বিষয় যেটি সেটি মানতে চাইছে না স্কুল কর্তৃপক্ষ। তাঁরা নিজেদের ইচ্ছে মতো সিদ্ধান্ত তাদের উপর চাপাতে চাইছেন।
যদিও অভিযোগ অস্বীকার করা হয় স্কুলের তরফে। স্কুলের সহকারী শিক্ষক বলেন, তাঁরা কোর্টের রায়কে অমান্য করছেন না। বরং কোর্টের রায়কে মান্যতা দিয়েই স্কুলের ফিতে ছাড় দিয়েছেন। আর যাদের ফি দেওয়ার ক্ষেত্রে অসুবিধা রিয়েছে তাদের একটি দরখাস্ত করতে বলা হয়েছে। এরপরেও কেন যে পড়ুয়াদের নিয়ে তাদের অভিভাবকরা এরকম পদক্ষেপ নিয়েছেব তা তাঁরা জানেন না।