বকেয়া বেতনের দাবিতে অন্ডালে নিরাপত্তারক্ষীদের বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১মার্চঃ
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হল ইসিএলে কর্মরত বেসরকারি নিরাপত্তারক্ষীরা। সোমবার ইসিএলের কাজোরা এরিয়ার অফিসে বিক্ষোভে দেখান নিরাপত্তারক্ষীরা।
তৃণমূল নেতা চন্ডী চট্টরাজ জানান কাজোরা এরিয়ার বিভিন্ন খনিতে নিরাপত্তার কাজে যুক্ত রয়েছেন আড়াইশো জন বেসরকারি নিরাপত্তারক্ষী। তিন মাস তাদের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন চন্ডীবাবু।
বিক্ষোভে অংশ নেওয়া গৌতম মজুমদার রাজেশ পাসওয়ান জানান তিন মাস বেতন না পাওয়ায় পরিবার নিয়ে সমস্যায় পড়েছি। অন্যের কাছে ধার নিয়ে পরিবার ও ছেলেমেয়েদের পড়াশোনা চালাছি। এইভাবে কতদিন চলবে? বিষয়টি নিয়ে কর্তৃপক্ষও কিছু করছে না বলে অভিযোগ তাদের। যদিও এই ব্যাপারে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি।