“বিজেপি-তৃণমূল কর্পোরেটদের স্বার্থ দেখে”, ‘শিল্প-কর্মসংস্থান’ই তাই দুর্গাপুরের বাম প্রার্থীর মূল লক্ষ্য
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৮মার্চঃ
দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী আভাস চৌধুরীর সমর্থনে সিপিআই(এম) এর পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এদিনের পদযাত্রায় অংশ নিয়ে প্রার্থী আভাস। এদিনের পদযাত্রায় অংশ নিয়ে প্রার্থী আভাস চৌধুরী বলেন এই লড়াই শ্রমজীবি মানুষের লড়াই। শিল্পের উপর নির্ভর করেই মুলতঃ দুর্গাপুর শহর গড়ে উঠেছে। অথচ কেন্দ্র সরকার হোক কিংবা রাজ্য সরকার পরিচালিত সমস্ত কল কারখানা কিংবা শিল্পগুলোর উপর যে আক্রমন হচ্ছে সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের ভুল নীতি, কেন্দ্র সরকারের ভুল নীতির ফল ভোগ করছে সাধারন মানুষ। বিজেপি কিংবা তৃণমূল এরা সবাই সাধারন মানুষের স্বার্থ নয়, কর্পোরেটের স্বার্থ দেখছে। তাই সাধারন মানুষের স্বার্থে এই লড়াই হয়ত কঠিন হবে কিন্তু শিল্প ও কর্ম সংস্থানই হবে প্রচারের মূল লক্ষ্য। পাশাপাশি তিনি এও বলেন যে রাজ্যের মানুষ বিকল্প শক্তি খুঁজছে, আর সেই বিল্প সক্তির খোঁজ পেয়েছে বাংলার মানুষ। তাই ভোটে জয় নিশ্চিত বলে দাবী করলেন আভাস রায় চৌধুরী। কৃষির পাশাপাশি শিল্পায়নের বার্তা দেন দুর্গাপুর পূর্বের সংযুক্ত মোর্চা প্রার্থী।
এদিনের এই মিছিল শুরু হয় সেপকো টাউনশিপ থেকে আর শেষ হয় গিয়ে ইস্পাতনগরীর বিজোনের মহিষ্কাপুর রোডে।