জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় পচা গলা দেহ উদ্ধারে চাঞ্চল্য
আমার কথা, পান্ডবেশ্বর, ২ ফেব্রুয়ারীঃ
জঙ্গল থেকে উদ্ধার হল পচা গলা মৃতদেহ। দেহটি উদ্ধার হয় গাছে ঝুলন্ত অবস্থায়। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে থানাতে নিয়ে যায়। দেহ উদ্ধারে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
সাম্প্রতিক কালে নবগ্রাম পঞ্চায়েতে কুমারডিহি সংলগ্ন পরিতক্ত কোলিয়ারি এলাকা ও দুর্গাপুর ফরিদপুর ব্লকে পানসিউলি এলাকায় কঙ্কাল ও পচা গলা দেহ উদ্ধার হয়েছে। রবিবার সকালে পাণ্ডবেশ্বর থানার রামনগড়ে অজয় নদী সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হল পচা গলা মৃতদেহ। দেহটি কাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। স্থানীয় পশু পালকরা দেহটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় থানাতে। দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।