পঞ্চায়েতে উন্নত ও স্বচ্ছ পরিষেবা দিতে নতুন ভাবনা শাসক দলের
আমার কথা, অন্ডাল, ২০ জুলাই:
উখড়া পঞ্চায়েতে স্বচ্ছ ও উন্নত নাগরিক পরিষেবা দিতে নতুন ভাবনা তৃণমূলের। আলাপ আলোচনার মাধ্যমে কাজের তালিকা তৈরি করা, নাগরিকদের অভিযোগের গুরুত্ব দেওয়ার কথা ভাবছে দল।
অন্ডাল ব্লকের উখড়া এলাকায় সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে মানুষের বিপুল জনসমর্থন পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জিতেছে ২৭ টি আসনের মধ্যে ২৫ টি আসন। দুটিতে জিতেছে নির্দল প্রার্থীরা। ২১শে জুলাই এর পর নতুন বোর্ড গঠন নিয়ে ভাবনা-চিন্তা শুরু করবে দল। তবে বোর্ড গঠনের পাশাপাশি স্বচ্ছ ও সুষ্ঠু বোর্ড পরিচালনা ও উন্নত নাগরিক পরিষেবা কিভাবে দেওয়া যায় সেই নিয়ে দলের অন্দরে চলছে চর্চা। এই নিয়ে বেশ কিছু নতুন ভাবনার কথা জানান দলের অঞ্চল সভাপতি শরণ সায়গল। তিনি জানান আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাথে নিয়ে তাদের কথাকে গুরুত্ব দিয়ে পঞ্চায়েত পরিচালনা করা। প্রতিটি সংসদের নবনির্বাচিত সদস্যদের নিয়ে এলাকার উন্নয়নের মাস্টার প্ল্যান তৈরি করা, পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা দেখার জন্য মনিটরিং দল তৈরি করা, পঞ্চায়েত পরিচালনা ও উন্নয়নের কাজ নিয়ে নাগরিকদের কোন অভিযোগ থাকলে তা জানানোর ব্যবস্থা করা, অভিযোগ খতিয়ে দেখে তার সমাধানে পদক্ষেপ নেওয়া। এক কথায় উন্নয়নের কাজে গতি ও সরকারি প্রকল্পের সুবিধা যাতে সর্বস্তরে পৌঁছায় তা সুনিশ্চিত করতে যা যা ব্যবস্থা নেওয়ার নতুন বোর্ড তা করবে। পঞ্চায়েত সদস্যদের সাথে আলাপ আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শরণ বাবু জানান।