নির্বাচনের আগেই খনি অঞ্চলে একাধিক পঞ্চায়েত তৃণমূলের দখলে
আমার কথা, দুর্গাপুর, ১৭ জুন:
আসন্ন পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে খনি অঞ্চলের অন্ডাল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর ব্লকে। তবু সব আসনেই প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে বিজেপি, সিপিএমের মতো বিরোধী দল গুলো। বিরোধীদের ব্যর্থতায় ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের একাধিক আসনে জয় লাভ করেছেন ঘাসফুল প্রার্থীরা ।
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েতে ২২ টি আসনের মধ্যে মাত্র একটি আসনে বিরোধীরা প্রার্থী দিয়েছে। ফলে ২১ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে ঘাসফুল প্রার্থীরা। গোগলা পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতির তিনটি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। ব্লকের অন্যান্য পঞ্চায়েত গুলির একাধিক আসনে বিরোধী প্রার্থী না থাকায় ভোটের আগেই ট্যাবচলে এসেছে তৃণমূলের দখলে। অন্যদিকে পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতে ২৬ টি আসনের মধ্যে ১৬টিবআসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। হরিপুর পঞ্চায়েতে ২০ টি আসনের মধ্যে ১১ টি ও কেন্দ্রা পঞ্চায়েতে ২১ টির মধ্যে ৯ টি আসনে ইতিমধ্যে জিতে গেছে তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে ছোঁড়া পঞ্চায়েতে ২৬ টির মধ্যে ৮টি নবগ্রামে ৩টি ও বহুলা পঞ্চায়েতের ২৩ টির মধ্যে ৪টি আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। এই আসন গুলিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল প্রার্থীরা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক আসনের জয় প্রসঙ্গে তৃণমূল শিবিরের বক্তব্য রাজ্য জুড়ে উন্নয়নের কারণে মানুষ রয়েছে তৃণমূলের সাথে তাই বিরোধীরা প্রার্থী জোগাড় করতে ব্যর্থ হয়েছে । অন্যদিকে বিরোধীদের দাবি মনোনয়ন কেন্দ্রে বাধা দেওয়া না হলেও এলাকায় রয়েছে চাপা সন্ত্রাসের পরিবেশ। সেই কারণে ইচ্ছুকরা অনেকেই শেষ মুহূর্তে মনোনয়ন দাখিল করেননি।