অন্ডাল স্টেশন চত্বরে আগুনে ভস্মীভূত হল কয়েকটি দোকান

আমার কথা, অন্ডাল, ৮ মার্চ:
অন্ডাল চত্বরে আগুন লেগে ভস্মীভূত হল কয়েকটি দোকান। শুক্রবার গভীর রাতে আগুন লাগার ঘটনাটি ঘটে। দুর্ঘটনা না নাশকতা ! আগুন লাগার কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য।
শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অন্ডাল রেলস্টেশন চত্বরে। পুড়ে ছাই হয়ে যাই বেশ কয়েকটি অস্থায়ী দোকান। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে ব্যবসায়ীদের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রাও। খবর দেওয়া হয় অন্ডাল থানায়। স্থানীয়দের সাথে আগুন নেভানোর কাজে হাত লাগায় পুলিশও। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগায় একটি চায়ের দোকান ও দুটি গোলদারির দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। চায়ের দোকানের মালিক বিজয় কেশরী, গোলদারী দোকানের মালিক বাপি দে ও মহেন্দ্র (লালু) যাদবরা জানান আগুনে তাদের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার। আগুন লাগার কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। ব্যবসায়ীদের একাংশের ধারণা এটা দুর্ঘটনা অথবা নাশকতাও হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন কিছুদিন আগে রেলের পক্ষ থেকে জোর করে দোকান উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল। ব্যবসায়ীদের বাধাই তা সফল হয়নি । তাই নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শনিবার সকালে ব্যবসায়ীদের পক্ষে দিলীপ মাঝি বলেন নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটন হবে। আমরা চাই পুলিশ ঘটনার তদন্ত করুক। এই প্রসঙ্গে রেল প্রশাসনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।