সাত সকালে আসানসোলে শুট আউট, গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী
আমার কথা, আসানসোল, ১১ অক্টোবর:
পশ্চিম বর্ধমান আসানসোল / কুলটির ঘটনা / সাতসকালে শুট আউট / গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক সুদ কারবারির।
আসানসোল, ১০ অক্টোবরঃ সাত সকালে শুট আউটের ঘটনা। পরপর গুলি। আর তাতেই মৃত্যু হলো এক ব্যক্তির। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি ৩ নম্বর এলাকায়। মৃতের নাম শম্ভুনাথ পন্ডিত ওরফে মিশ্র (৫৫)। দূর্গাপুজো আসতে আর মাত্র কয়েক দিন বাকি। তার আগে এমন একটা ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার সম্পর্কে জানা গেছে, অন্যদিনের মতো
বুধবার সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ছিলেন কুলটি থানার চিনাকুড়ি ৩ নম্বর এলাকার বাসিন্দা শম্ভুনাথ মিশ্র। বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার মোড়ে দাড়িয়েছিল শম্ভুনাথ মিশ্র। সেই সময় জনা তিনেক দুষ্কৃতি মোটরবাইক এসে শম্ভুনাথকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। সঙ্গে সঙ্গে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। আওয়াজ পেয়ে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। ততক্ষণে বেপাত্তা হয়ে গেছে দুষ্কৃতিরা।
খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী আসে। গুলিবিদ্ধ অবস্থায় ঐ ব্যাক্তিকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ রাউন্ড গুলি চলেছে। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। এই প্রসঙ্গে শম্ভুনাথ পন্ডিত ওরফে মিশ্রের স্ত্রী নীলম দেবী জানিয়েছেন, অন্যদিনের মতো এদিন সকাল সাতটা নাগাদ খাবার পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্বামী। রাস্তায় দাঁড়িয়েছিলো। খবর পাই তার কিছু হয়েছে। পরে জানতে পারি, গুলি করা হয়েছে। বুঝতে পারছি না কি হলো। তিনি বলেন, স্বামী কি একটা ব্যবসা করতো। আমাকে কিছু বলতো না। তবে এলাকা সূত্রে জানা গেছে, খুন হওয়া ব্যক্তি সুদের কারবারি ছিলেন।
আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (পশ্চিম) অভিষেক মোদি বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে এই ঘটনার প্রেক্ষিতে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার জানিয়েছেন, কুলটি তথা আসানসোল শিল্পাঞ্চল এখন দুষ্কৃতিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। এলাকার পুলিশ দক্ষ হলেও তাদের কাজ করতে হচ্ছে অন্যের অঙ্গুলি হেলনে। তাই আজো ভগৎ সিং মোড়ের হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভগৎ খুনের দুষ্কৃতিরা এখনো অধরা। তবে পুজোর মুখে এই গুলিকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি আগামী ৭২ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। না হলে কুলটির মানুষের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। অন্যদিকে কুলটির প্রাক্তন বিধায়ক তথা তৃর্ণমুল কংগ্রেসের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন, বিজেপি সবসমতেই রাজ্যের শাসকদলকে দোষারোপ করে। ওরাই রাজ্যজুড়ে দুষ্কৃতিদের আশ্রয়দিয়ে নানান অপরাধমূলক কাজ করাচ্ছে। কুলটির সাধারণ মানুষ জানেন, কাদের প্রশ্রয়ে কী ভাবে এলাকায় অশান্তি ও আতঙ্কের পরিবেশ তৈরী হচ্ছে।