অন্ডালে দোকানে আগুন, পুড়ে ছাই লক্ষাধিক টাকার ওষুধ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৯ডিসেম্বরঃ
শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ভস্মীভূত হল একটি ওষুধের দোকান। সোমবার রাত্রি সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে উখরার আনন্দ মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান বন্ধ দোকানটি থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল আর তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দোকান মালিককে বিষয়টি জানানো হলে মালিক এসে দোকান খুলে দেখেন ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন নেভানোর প্রাথমিক কাজে হাত লাগান স্থানীয়রা। পরে রাণীগঞ্জ থেকে একটি দমকলের ইঞ্জিন এসে ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এক দমকল কমী জানান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে তাদের প্রাথমিক ধারণা। দোকান মালিক নরেন্দ্র কুমার বার্নওয়াল জানান বাড়িতে অনুষ্ঠান থাকায় দুদিন ধরে দোকান বন্ধ ছিল। দোকানে প্রায় ৫ লক্ষ টাকার মত ঔষুধ রাখা ছিল, সেগুলি এবং দোকানের ফার্নিচার সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বলে দাবি করেন তিনি।