দুর্গাপুর স্টেশন বাজারে দোকানে চুরি, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮ডিসেম্বরঃ
দোকানের গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ অর্থ নিয়ে গেল দুষ্কৃতির দল। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দুর্গাপুর স্টেশন বাজারে এই চুরির ঘটনায় একদিকে যেমন আতঙ্ক তেমন অপরদিকে ক্ষোভ তৈরি হয়েছে ব্যবসায়ীমহলে। ঘটনার তদন্তে পুলিশ।
দোকান মালিক দিলীপ সরাই জানান, আজ অর্থাৎ সোমবার সকালে দোকান খোলার পর ভেতরে ঢুকে দেখেন দোকানের ভেতরে সমস্ত দরকারী নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তা দেখে সন্দেহ হওয়াতে তিনি দোকানের কর্মচারীদের বলেন দোকানের পেছন দিকে দেখতে। সেখানে গিয়ে তাঁরা দেখেন পেছনের দিকের দরজা খোলা আর গ্রিল কাটা। দুষ্কৃতিরা গ্রিল কেটে তালা ভেঙ্গে ভেওত্রে ঢুকেছিল বলে জানান দোকান মালিক। এরপরেই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে দোকানে দুষ্কৃতি হানা দিয়েছিল। সমস্ত খতিয়ে দেখে দিলীপবাবু জানান দুষ্কৃতিরা নগদ পঁচাত্তর থেকে আশি হাজারের মতো নগদ টাকা নয়ে গেছে। বাকি অন্য আর কিছু খোয়া যায়নি।
খবর দেওয়া হয় পুলিশকে। কোকওভেন থানার পুলিশ গিয়ে খতিয়ে দেখে সব কিছু। দোকানের দোতলায় যেখানে চুরি হয়েছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। একতলা ও তিনতলায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেই ছবি পুলিশ সংগ্রহ করেছে।
এদিকে দিলীপবাবুর অভিযোগ, তাঁর বাড়ি দোকানের পেছনেই। তিনি এত বছর ধরে ওখানে ব্যবসা করছেন। কিন্তু কখনও এভাবে চুরি হবে ভাবতেও পারেননি। যদিও এলাকায় রাত পাহারা দেওয়া হয়, কিন্তু তার মধ্যেই এভাবে চুরির ঘটনা ঘটায় বেশ নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।