কলকাতায় মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় মৌণ প্রতিবাদ আসানসোল হাসপাতালে
আমার কথা, আসানসোল, ১০ আগস্টঃ
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনায় আসানসোল জেলা হাসপাতালে মৌন বিক্ষোভ দেখালেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। কালো ব্যাজ বেঁধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মৌন বিক্ষোভ দেখান।
আসানসোল জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার সঞ্জীত চট্টোপাধ্যায় জানান, “যে ঘটনা ঘটেছে তাতে আমরা শিহরিত। আমরা ওই মহিলা চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে তার সঠিক বিচার চাই। তার পাশাপাশি প্রতিটি সরকারি হাসপাতালে নিরাপত্তার জোরদার করা হোক এমন দাবি আমরা তুলেছি। আমরা পুলিশ কমিশনারের কাছে যাব আগামী দিনে রোগী কল্যাণ সমিতির বৈঠকে আমরা এই বিষয়ে দাবি জানাবো। আমাদের মহিলা স্বাস্থ্য কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন”।
প্রসঙ্গতঃ শহরের অন্যতম ব্যস্ততম হাসপাতাল আর জি কর থেকে উদ্ধার করা হল মহিলা চিকিৎসকের দেহ। এমারজেন্সি বিভাগের চারতলা থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। এই মৃত্যু নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। বৃহস্পতিবার অনকলে ছিলেন ওই চিকিৎসক। এরপর শুক্রবার সকালেই সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।