দুর্গাপুর স্টেশন বাজারের বস্ত্র ব্যবসায়ীর পরিবারের ছয়জন করোনায় আক্রান্ত

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৬জুনঃ
ছয় দফা লকডাউন কাটিয়ে রাজ্যে যখন আনলক পর্ব শুরু হয় তখন ধীরে ধীরে স্বাভবিক ছন্দে ফেরার তোড়জোর চলছিল শিল্পাঞ্চলে তারই মাঝে আচমকাই ফের করোনারর ত্রাস ছড়ালো শহর দুর্গাপুরে। দুর্গাপুর স্টেশন বাজারে এক বিখ্যাত বস্ত্র ব্যবসায়ীর পরিবারের ছয়জনের শরীরে মিলল করোনার নমুনা।
সুত্রের খবর, চলতি মাসের ১৪ তারিখে ওই ব্যবসায়ী পরিবারের ছোট ছেলের শরীরে করোনা সংক্রমণ ধরা পরে। এরপরেই ওই পরিবারের বাকি সদস্যদেরও লালারস পরীক্ষা করা হয় আর সেই পরীক্ষা পজিটিভ আসে।
এই খবর ছড়িয়ে পড়তেই ফের আতঙ্ক ছড়িয়ে পরে শিল্পাঞ্চল দুর্গাপুরে। ব্যবসায়ীর বাড়ি এলাকা ঘিরে ফেলা হয়। ব্যবসায়ীর দোকানের কর্মচারীদের কোয়ারেন্টাইনে রাখা হবে বলে প্রশাসন সুত্রে জানা গেছে। আজ থেকে আগামী সাতদিনের জন্য দুর্গাপুর স্টেশন বাজার বন্ধ থাওবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। ব্যবসায়ীর পরিবারের ওই ছয়জন আক্রান্ত চিকিৎসার জন্য কলকাতার বেসরকারী হাসপাতালে যাবেন বলে জানা গেছে।