দুর্গাপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ছয় ডাকাত

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩০সেপ্টেম্বরঃ
পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির পরিকল্পনা। পুলিশের জালে ধরা পড়ল সস্ত্র ছয় জন দুষ্কৃতি। পুলিশ সুত্রে জানা গেছে, কাঁকসা থানার অন্তর্গত বামুনাড়া শিল্পতালুকে মঙ্গলবার রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই ছয় দুষ্কৃতি। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। গ্রেপ্তার করে ওই ছয়জনকে। তাদের কাছ থেকে চারটি কার্তুজ ও একটি বন্দুক পাওয়া গেছে। ধৃতদের আজ বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এরা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের কাছ থেকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা চালাচ্ছে যে এদের পেছনে কোনো বড় চক্রের যোগ আছে কিনা।