সেপকো টাউনশিপে পরিত্যক্ত জমিতে মিলল নরকঙ্কাল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩ফেব্রুয়ারীঃ
ফের শিল্পাঞ্চল দুর্গাপুরে উদ্ধার হল নরক?ঙ্কাল আর এই কঙ্কাক উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ালো সেপকো টাউনশিপে। পুলিশ নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে এলাকার স্থানীয় বাসিন্দাদের নজরে আসে যে ওই এলাকায় একটি পরিতক্ত্য জমিতে নরকঙ্কালের খুলি পড়ে রয়েছে। বিষয়টি নজরে আসতেই নিমেষে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর যায় পুলিশের কাছে। দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃনাল কান্তি বাগচির তত্ত্বাবধানে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে নরকঙ্কালটি উদ্ধার করে ফরেন্সিক তদন্তের জন্য পাঠায়। সাথে পুলিশ নরকঙ্কালটি কার আর ওই স্থানে এলো কি করে তা জানতে তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় বহিরাগতদের আনাগোনা বেরেছে। আর এদিকে আজ এই নরকঙ্কাল উদ্ধার সব মিলিয়ে বেশ আতঙ্কিত এলাকাবাসীরা।