গণহাতে খড়ি, স্লেট, পেন্সিল, বই উপহার
আমার কথা, উখড়া, ৪ ফেব্রুয়ারীঃ
উখড়া নবভারতী সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত হল নবপড়ুয়াদের হাতে খড়ি অনুষ্ঠান । প্রায় ১০০ জন শিশুর এদিন হাতে খড়ি হয় । মঙ্গলবার অনুষ্ঠানটি হয় ক্লাব চত্বরে । অভিভাবকদের হাত ধরে শিশুরা আসে হাতে খড়ি নিতে । শাস্ত্রমতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে স্লেটের উপর চক পেন্সিল দিয়ে অ আ ক খ লিখিয়ে শিশুদের হাতেখড়ি দেন পুরোহিত মশাই । অনুষ্ঠান শেষে শিশুদের স্লেট, পেন্সিল, বর্ণপরিচয় ও ধারাপাত বই উপহার দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে । ক্লাব সম্পাদক রাজু মুখোপাধ্যায় বলেন সরস্বতী পুজো উপলক্ষে গত ১৭-১৮ বছর ধরে এই হাতে খড়ি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ।