জাল নোট পাচার করতে গিয়ে এস.টি.এফ এর হাতে ধৃত পাচারকারী
আমার কথা, কাঁকস, ১৪ জুলাইঃ
নকল টাকা পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম ফিরোজ আলম শেখ। তার বাড়ি মালদা জেলার কালিয়া চক থানার সাহাবাজপুর এলাকায়। ধৃত ব্যক্তিকে আজ রবিবার দুপুর ১টা নাগাদ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে কাঁকসার বিরুডিহার কাছে হাতে একটি নাইলনের ব্যাগ নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। রাজ্য পুলিশের এস টি এফ এর একটি দল সূত্র মারফত খবর পেয়ে ওই ব্যক্তিকে আটক করে। এরপর তার হাতের ব্যাগ তল্লাশি করে। তল্লাশীতে তার থেকে ৫০০ টাকার বেশ কয়েকটি বান্ডিল পায়, যার মোট মূল্য প্রায় ৫লক্ষ টাকা। । ওই ব্যক্তিকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জাল নোট চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তার সন্ধান চালাচ্ছে পুলিশ। জানা গেছে জাল নোট গুলি বাংলাদেশ থেকে আনা হয়েছে। সেগুলি ধৃত ব্যক্তি পাচার করতে বেরিয়েছিলেন।