শত্রুঘ্ন সিনহার শেষ প্রচারে দুর্গাপুরে সোহম
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৯ এপ্রিলঃ
আগামী ১২ ই এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। হাতে গোনা আর কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাবে নির্বাচন কমিশনের বিধি নিষেধ। তাই উপনির্বাচনের প্রচারে কোনরকম খামতি রাখতে চাইছে না শাসক বিরোধী কোনো দলই।
শনিবার সন্ধ্যায় আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থীর শত্রুঘ্ন সিনহার সমর্থনে হুডখোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচার করলেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা সোহম চক্রবর্তী।
এদিন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের জেমুয়া গ্রাম পঞ্চায়েতের শংকরপুর কালিগঞ্জ এলাকায় হুডখোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচার করলেন সোহম চক্রবর্তী।
এদিন শংকরপুর এলাকা থেকে মিছিল শুরু করে সমগ্র শংকরপুর এলাকা ঘুরে কালিগঞ্জ গ্রামে প্রচার করা হয়।
এদিন সোহম চক্রবর্তী ছাড়াও হুডখোলা গাড়িতে চেপে সোহমের সাথে প্রচার করতে দেখা যায় লাউদোহা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখার্জি, এবং পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা।
এদিন সোহম বলেন মানুষের মধ্যে যে পরিমাণে উচ্ছ্বাস দেখা যাচ্ছে তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে নির্বাচনে শত্রুঘন সিনহা বিপুল ভোটে জয়লাভ করবেন। সাধারণ মানুষের উচ্ছাস দেখে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সুফল এটা।
তিনি বলেন মানুষের উচ্ছাস দেখে বোঝাই যাচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়ে এবার আসানসোল থেকে সাংসদ হচ্ছেন শত্রুঘন সিনহা এমনটাই দাবি করেন তিনি।