ছাত্র আন্দোলনের জেরে বাতিল হল গুরুত্বপূর্ণ কিছু ট্রেন, দেখে নিন কি কি
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৭জুনঃ
সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পর থেকেই গোটা দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বিক্ষোভ। টানা বিক্ষোভে উত্তেজনা ছড়ায় একাধিক রাজ্যে। বিহার, তেলেঙ্গনায় পোড়ানো হয় ট্রেন। বিক্ষোভকারীরা ভাঙচুর করে একাধিক স্টেশন। এর ফলে ক্ষতি হয় সরকারি সম্পত্তির। এই আবহে দেশবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এদিকে, ছাত্র আন্দোলনের জেরে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। বাতিল হওয়া ট্রেনগুলি হলঃ-
১)ধানবাদ-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস
২)নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস
৩)টাটা-দানাপুর এক্সপ্রেস
৪)কোলকাতা জম্মু-তাওয়াই এক্সপ্রেস
৫)শিয়ালদহ-বালিয়া/বালিয়া শিয়ালদহ এক্সপ্রেস
৬)গোরক্ষপুর-কোলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস
৭)মিথিলা এক্সপ্রেস
৮)হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস
৯)উপাসনা এক্সপ্রেস
১০)হাওড়া-গোরক্ষপুর এক্সপ্রেস
এছাড়াও কিছু সময়ের জন্য বাতিল করা হয়েছে যে সমস্ত ট্রেন। সেগুলি হলঃ-
১)আসানসোল-ঝাঁঝা লোকাল (জসিডি স্টেশনে থাকাকালীন)
২)আসানসোল-বারানসী মেমু এক্সপ্রেস(গোমোতে থাকাকালীন)
৩)বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেস (মোকমায় থাকাকালীন)
৪)গয়া-আসানসোল মেমু এক্সপ্রেস (গোমোতে থাকাকালীন)