এক গুচ্ছ এক্সপ্রেস ট্রেনের নতুন স্টপেজের সূচনা পানাগড় স্টেশনে
আমার কথা, পানাগড়, ১৮ অক্টোবর:
বুধবার পানাগড় স্টেশনে শিয়ালদা বালিয়া এক্সপ্রেসের নতুন স্টপেজের সূচনা করলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া। বুধবার বিকেল ৪:৩৫ নাগাদ পানাগড় স্টেশনে শিয়ালদা বালিয়া ট্রেন এসে দাঁড়াতেই ট্রেনের চালক এবং সহ চালককে উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান সাংসদ। এছাড়াও উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ও এলাকার বিশিষ্টজনেরা।
এছাড়াও এদিন হাওড়া কাঠগোদাম এক্সপ্রেস এবং রাক্সোল হাওড়া মিথিলা এক্সপ্রেসের একটি করে স্টপেজের সূচনা করেন সাংসদ।
আসানসোল দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া জানিয়েছেন বাঘ এক্সপ্রেস এবং মিথিলা এক্সপ্রেস এতোদিন মাত্র এক দিকে স্টপেজ দিত।
এবার থেকে ওই দুটি ট্রেন আপ এবং ডাউনে স্টপেজ দেবে।
পাশাপাশি শিয়ালদা বালিয়া এক্সপ্রেসের নতুন স্টপেজের তিনি সূচনা করেন।
এরফলে পানাগড় সহ আশেপাশের বহু যাত্রীদের যাতায়াতের অনেকটাই সুবিধা হবে বলে তার দাবি।
তিনি জানিয়েছেন পানাগড় স্টেশন এমন একটা স্টেশন যার একদিকে ভারতীয় স্থল বাহিনীর ছাউনি এবং অন্যদিকে বায়ুসেনা ছাউনি রয়েছে।
দুই বাহিনীর বহু সেনা জওয়ান তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন পানাগড় স্টেশন থেকেই।
পাশাপাশি তিনি জানান পানাগড় স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হওয়ার কারণে অমৃত ভারত স্টেশন ঘোষণা করা হয়েছে পানাগড় স্টেশন কে। তার কাজ দ্রুত শুরু করা হবে।
একই সাথে পানাগড় বাসীর জন্য তিনি সুখবর দিয়েছেন। দীর্ঘদিন ধরে পানাগড় বাসির দাবি ছিল পানাগড়ে রেলস্টেশন সংলগ্ন তিন নম্বর রেলগেটের উপর একটি ওভারব্রিজের।
রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিতে না পারায় রেল দপ্তর এবার সেই জমি নিজেরাই অধিগ্রহণ করে দ্রুত ওই জায়গায় ব্রিজ তৈরি করবে বলে জানিয়েছেন সাংসদ।