কখনও চা-ওয়ালা কখনও চৌকিদার এবার দাড়ি বড় করে রবীন্দ্রনাথ সাজছেন বহুরূপী মোদিঃ মলয় ঘটক
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১০ফেব্রুয়ারীঃ
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বহুরূপী, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে তিনি নিজের পরিচয় ও রূপ বদলান। কখনো চা-ওয়ালা, কখনো চৌকিদার, আবার এখন তিনি দাড়ি রাখচ্ছেন রবীন্দ্রনাথ সাজার জন্য। বুধবার বিকেলে খাস কাজোড়ায় তৃণমূল কংগ্রেস আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবে কটাক্ষ করেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। বলেন ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে নির্বাচনী প্রচারের সময় মোদি নিজেকে চা-ওয়ালা বলে পরিচয় দিতেন। বলতেন ছোটবেলায় তিনি নাকি তার বাবার সাথে রেল ষ্টেশনে চা বিক্রি করতেন। মানুষের সহানুভূতি পেতে তিনি তখন চা বিক্রেতার রূপ ধারণ করেছিলেন। তবে বিক্রির অভ্যাস তার যায়নি, ছোটবেলায় চা বিক্রি করতেন আর প্রধানমন্ত্রী হয়ে দেশের সম্পত্তি বিক্রি করছেন। মলয় বাবু বলেন রাষ্ট্রায়ত্ত কয়লা শিল্প, ব্যাংক, বীমা ,রেল, বিমানবন্দর একে একে সবই বিক্রি করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। ২০১৯ সালের নির্বাচনে চওয়ালা পরিচয় ছেড়ে মোদি নিজেকে চৌকিদার বলে ঘোষণা করেন। তিনি বলেছিলেন দেশবাসী নিশ্চিন্তে থাকুন,আমি পাহারাদার। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর সেই পাহারাদারের আমলে দেশের ব্যাংক থেকে টাকা লুট করে শিল্পপতিরা নিশ্চিন্তে পালালো দেশ ছেড়ে। এবার পশ্চিমবাংলায় ভোট, তাই মোদি এখন রূপ বদল করে দাড়ি রাখছেন। ভোট প্রচারে কোনদিন হয়তো তিনি এসে বলবেন আমাকে ভোট দিন আমি রবীন্দ্রনাথ ঠাকুর। মোদির দাড়ি রাখাকে কটাক্ষ করে মলয় বাবু বলেন বাংলার মানুষ অত বোকা নয়। বাংলার মানুষকে ঠকানোর চেষ্টা করা হলে তার মূল্য বিজেপিকে বুঝতে হবে। পাশাপাশি মলয় বাবু সরব হন সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির উপরও। বলেন সংবাদ মাধ্যমগুলি নিয়ন্ত্রণ করছে কেন্দ্রের বিজেপি সরকার। বলেন কৃষি আন্দোলন নিয়ে কোনো খবর সর্বভারতীয় চ্যানেলগুলি দেখায় না। অথচ রোজ রুটিন করে পশ্চিমবাংলার অপপ্রচার পরিবেশিত হয় সেগুলিতে। তাই বিজেপি ও সংবাদমাধ্যমগুলির প্ররোচনায় পা না দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে রাজ্যবাসিকে ভোট দেওয়ার আহ্বান জানান মলয় বাবু।