দুর্গাপুরে বৃদ্ধার মৃত্যুর রহস্য উন্মোচন, গ্রেফতার ছেলে ও বৌমা, কিন্তু কেন এই হত্যাকান্ড
(EXCLUSIVE) আমার কথা, দুর্গাপুর, ২৪ মেঃ
দুর্গাপুরের ধুনরা প্লট সংলগ্ন সত্যজিৎ পল্লীর বৃদ্ধা গোলাবীদেবীর অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করলো বৃদ্ধার পুত্র ও পুত্রবধূকে। আজ অর্থাৎ শুক্রবার বাড়ি থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে আগামীকাল তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে হবে।
প্রসঙ্গতঃ চলতি মাসের ১০ তারিখ নিজের বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয়েছিল গোলাবী দেবী(৭৫)র রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। বৃদ্ধার তাঁর ছেলে, ছেলের বৌ ও নাতির সাথে একই বাড়িতে থাকতেন। ঘটনার দিন সন্ধ্যেবেলা বৃদ্ধার ছেলে রাজেন্দ্র কুমার সাউ প্রতিবেশীদের কাছে গিয়ে জানান তাঁর মা বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন। খবর পেয়ে প্রতিবেশীরা গিয়ে দেখেন বৃদ্ধা বাথরুমে উপুড় হয়ে পরে রয়েছে। শাড়ি, ব্লাউজে রক্ত লেগে রয়েছে। বাথরুম রক্তে ভেসে যাচ্ছে। পরিস্থিতি দেখে প্রতিবেশীদের সন্দেহ হয় এটি দুর্ঘটনা নয়, এটি খুন। কারন বাথরুমে পরে গিয়ে বৃদ্ধার মাথায় যদি আঘাত লাগে তাতে এত রক্ষক্ষরণ হয় না। সাথে তাঁরা এও জানান যে, প্রায় দিনই বাড়িতে অশান্তি হতো। বৃদ্ধার কান্নাকাটির আওয়াজও পেতেন তাঁরা। তাদের ধারনা বৃদ্ধার উপর তাঁর পরিবার অত্যাচার করতো।
এদিকে, পুলিশের কাছে এটি খুন বলে লিখিত অভিযোগও দায়ের করেন বৃদ্ধার মেয়ে, যিনি আসানসোলে থাকেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। অপরদিকে বৃদ্ধার মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য যায়। ময়নাতদন্তে জানা যায় বৃদ্ধার মাথায় ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল আর সেই আঘাতের জেরেই মৃত্যু হয়েছে গোলাবীদেবীর (অর্থাৎ বৃদ্ধার পরিবারের বয়ান অনুযায়ী এই যে বাথরুমে পড়ে মৃত্যু হয়েছিল বৃদ্ধার তাতে মাথায় যে ধরনের আঘাত থাকার কথা তার চেয়ে এই ক্ষতচিহ্নের সাথে বিস্তর ফারাক রয়েছে চিকিৎসকের বয়ানে) এরপরেই বৃদ্ধার পুত্র রাজেন্দ্র সাউ ও পুত্রবধূ উমা সাউকে পুলিশ গ্রেফতার করে। জেরাতে তাঁরা জানিয়েছে, বাড়িটি বৃদ্ধার নামে ছিল আর সেটি নিজের নামে লিখে দেওয়ার জন্য বৃদ্ধাকে চাপ দিচ্ছিলেন ছেলে ও বৌমা। কিন্তু বৃদ্ধা তাতে রাজী হচ্ছিলেন না। আর তা নিয়েই অশান্তি চলতো প্রায় দিনই। ঘটনার দিন অশান্তি চরমে ওঠে আর তা থেকেই এই হত্যাকান্ড বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।