দুর্গাপুরে মাকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে আটক ছেলে ও বৌমা

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩ জানুয়ারীঃ
মাকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের ২২নং ওয়ার্ডের অন্তর্গত সোনারতরী আবাসন এলাকায়। অভিযুক্তদের আটক করে নিয়ে গেছে পুলিশ।
জানা গিয়েছে, সোনারতরী আবাসনে ছেলে ও বৌমাদের সাথে বসবাস করতেন উর্মিলা বার্ণওয়াল(৫৫) নামে বিধবা ওই মহিলা। এলাকাবাসীদের অভিযোগ উর্মিলাদেবীকে প্রায় দিনই মারধর করত তার ছেলে ও বৌমা। গতকাল রাতে উর্মিলাদেবীকে বিষ খাইয়ে দেয় তার ছেলে ও বৌমা বলে প্রতিবেশীদের অভিযোগ।
এদিকে সকালে বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই আবাসন এলাকায়। যদিও বিষ খাওয়ানোর অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা। মৃতার বৌমা বলেন দুই ছেলের মধ্যে গতকাল রাতে ঝামেলা হচ্ছিল। ঝামেলা সহ্য করতে না পেরে উর্মিলাদেবী আচমকাই বিষ খেয়ে নেয়। সাথে সাথে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
এদিকে ঘটনার খবর পৌঁছোয় পুলিশের কাছে। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ গিয়ে উত্তেজিত প্রতিবেশিদের হাত থেকে অভিযুক্ত ছেলে বৌমাকে উদ্ধার করে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।