পানাগড়ে মৃত মায়ের সাথে ছেলের বাস, উদ্ধার পচাগলা দেহ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৯ মেঃ
রাজ্যে বিভিন্ন প্রান্তে ক্রমশই বাড়ছে কলকাতার রবিনসন স্ট্রিট কান্ড। এবার তারই ছায়া দেখা গেল পানাগড়ের রেলপাড় ট্যাংকি তলা এলাকায়। বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রতিবেশীরা পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত বৃদ্ধার নাম বনশ্রী ব্যানার্জি। ৭৫ বছর বয়সী মৃত বৃদ্ধার এক মানসিক ভারসাম্যহীন ছেলে রয়েছে। গত দু’দিন ধরে বাড়ির বাইরে কাউকে বের হতে দেখা যায়নি বলে দাবি এলাকাবাসীর। এরপরই বৃহস্পতিবার সকালে পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।