সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন শিল্পনগরীতে
আমার কথা, দুর্গাপুর, ৭ জানুয়ারী:
নতুন বছর পড়তেই শিল্পনগরী হয়ে উঠেছে ক্রীড়া নগরী। এই শহরে ছোট, বড়, মাঝারি নানা মাপের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন চলছে। এবার কিক বক্সিংয়ের আসর বসছে শীতের শহরে। আগামী ১১ ও ১২ জানুয়ারি ডিএসপি স্পোর্টস হোস্টেল প্রাঙ্গনে সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এই প্রতিযোগিতার ১৯টি বিভাগে প্রায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে শনিবার সাংবাদিক সম্মেলনে জানান উদ্যোক্তারা। তাদের কথায়, এই প্রথম দুর্গাপুরে দক্ষিণবঙ্গ কিক বক্সিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পশ্চিম বর্ধমান সহ মোট ১৬টি জেলার প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। তার মধ্যে দুর্গাপুরের ৪৭ জন সহ জেলার ৭৬ জন প্রতিযোগী রয়েছেন বলে জানান এই প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা ফিরোজ খান। শনিবার দুর্গাপুরের সগড়ভাঙার বাঁশুরী লজে সাংবাদিক সম্মেলনে জেলা কিক বক্সিং এসোসিয়েশনের সভাপতি সর্বজিত মুখোপাধ্যায়, শান্তিময় কুন্ডুরা জানান, এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে সফল প্রতিযোগীরা রাজ্য সহ জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। একইসঙ্গে জাতীয় স্তরে সফল প্রতিযোগীরা আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করবেন বলে জানান তারা। এই প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন বিশ্বের ব্রোঞ্জ পদকজয়ী কিক বক্সার ঈশান দাস। এছাড়াও জাতীয় স্তরে সফল সাহানা খাতুন সহ বর্ষীয়ান বক্সাররা উপস্থিত থাকবেন দুর্গাপুর ইস্পাত নগরীর স্পোর্টস হোস্টেল প্রাঙ্গণে। কিক বক্সিং এসোসিয়েশনের কর্মকর্তাদের কথায়, রাজ্য সহ ভারত সরকারের স্বীকৃতি পেয়েছে কিক বক্সিং। আগামী দিনে অলিম্পিকের ক্রীড়া তালিকায় কিক বক্সিংয়ের মত জনপ্রিয় ইভেন্ট জায়গা করে নেবে বলে আশাবাদী ফিরোজ খান, সর্বজিত মুখোপাধ্যায়রা।