প্রচন্ড গরম থেকে বাঁচাতে দুর্গাপুর পুরসভার বিশেষ উদ্যোগ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯ এপ্রিলঃ
দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শুক্রবার পুলিস কর্মী, দমকল কর্মী, সাংবাদিক ও পথচলতি মানুষ’র মধ্যে ওআরএস (ORS) বিতরণ করা হয়। দুর্গাপুর পুরসভার কনফারেন্স রুমে তাঁদের সকলকে নিয়ে এই কর্মসূচি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ রাখী তিওয়ারি, কাউন্সিলার লাভলী রায় ও মেয়র পারিষদ(জলদপ্তর) দীপঙ্কর লাহা সহ একাধিক কাউন্সিলার।
কনফারেন্স রুমে তাঁদের সকল’কে নিয়ে বর্তমানে অতিরিক্ত তাপপ্রবাহ থেকে কিভাবে নিজেদের সুস্থ রাখতে হবে সেই বিষয়ে জানানো হয়। পাশাপাশি সবার হাতে বেশকয়েকটি করে ওআরএস এর প্যাকেট দেওয়া হয়৷ এর পড়েই ডিএমসি মোড়ে পথচারীদেরও যানবাহন চালকদের হাতে মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় ওআরএস এর প্যাকেট তুলে দেন। এছাড়াও এলাকার ব্যাবসায়ীদের মধ্যেও ওআরএস বিতরণ করা হয় এদিন।